মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত আ.জ.ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফ্রেন্ডস গ্রুপ চালিয়াতলী কক্সবাজার জয় পেয়েছে। গতকাল সোমবার কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় তারা টাইব্রেকারে ৬–৫ গোলে আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমিকে পরাজিত করে।
খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল না পাওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ফ্রেন্ডস গ্রুপ চালিয়াতলী কক্সবাজারের গোলরক্ষক মো, জয়নাল। তার হাতে ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য আমির হোসেন মানিক ও সাইমন আহমেদ শাহেদ।