শোভনীয়া ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা গত ২৪ আগস্ট বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে ক্লাবের সহসভাপতি মো. আদনানুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আ... ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম খেলোয়াড় সমিতির সভাপতি ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, সিডিএফএ যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, কোচেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, আফসার উদ্দিন, আমির হোসেন মানিক, আলাউদ্দীন ভূইয়া, মহসিন সাজু, মহসিন আলী বাদশা, সাইফুর রহমান রানা, সাইমন আহমেদ সাহেদ, রিজভী হাসান সানি, সোহেল খান, মো. ইসমাইল, নূর উদ্দীন, শহিদুল ইসলাম, মান্না, অনিক সহ অংশগ্রহণকারী ১৬ দলের প্রতিনিধিগণ। উপস্থিত অতিথিবৃন্দ লটারীর মাধ্যমে ১৬টি দলকে ৮ ভাগে ভাগ করে। যার মাধ্যমে এক দল অন্য দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধনী খেলায় হাসনাবাদ বোরহান মেম্বার ফুটবল একাডেমি এবং আব্দুল সাত্তার ফাউন্ডেশন পটিয়া পরস্পরের মোকাবেলা করবে। টুর্নামেন্টে হেলাল একাডেমির বদলী হিসেবে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সালাম
পরবর্তী নিবন্ধতামিমের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ বললেন সাকিব