শোভনীয়া আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিতে নোয়াপাড়া লায়ন্স ক্লাব

| বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত আ..ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নোয়াপাড়া লায়ন্স ক্লাব। গতকাল বুধবার কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ৩য় খেলায় নোয়াপাড়া লায়ন্স ক্লাব টাইব্রেকারে ৫৪ গোলে ফ্রেন্ডস গ্রুপ চালিয়াতলীকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১১ গোলে ড্র ছিল। এসময় নোয়াপাড়া লায়ন্স ক্লাবের পক্ষে মো. সাইম এবং ফ্রেন্ডস গ্রুপ চালিয়াতলীর পক্ষে মো. ইফতেখার গোল করে। গতকালের খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় নোয়াপাড়া লায়ন্স ক্লাবের গোলরক্ষক সুমন জলদাশ। তার হাতে ক্রেস্ট তুলে দেন বশির আহমেদ এন্ড কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আজ টুর্নামেন্টের ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় হাটহাজারী স্পোর্টস ক্লাব ও রাঙ্গুনীয়া ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলা শুরু হবে বিকাল ৩:৩০ টায়।

পূর্ববর্তী নিবন্ধভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উপ-অঞ্চলের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া আজ শুরু