মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে জমির আহমেদ ফাউন্ডেশন। গত শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে জমির আহমেদ ফাউন্ডেশন ৩–১ গোলে হাজী মোক্তার আহমেদ ফাউন্ডেশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলঅয় কোন দলই গোল করতে পারেনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মো. রাব্বি। নবীন খেলোয়াড়ের পুরস্কার লাভ করে হৃদয় হোসেন মান্না। প্রবীণ খেলোয়াড় সালাউদ্দিন জাহেদ। টুর্নামেন্টের সুশৃঙ্খল দল নির্বাচিত হয় মাঝহারুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশন। ৩য় স্থান লাভ করা আবেদি ভুইয়া ফাউন্ডেশনকে ক্রেস্ট প্রধান করা হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি চেয়ারম্যান আমির হোসেন মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মো. মোশাররফ হোসেন লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সহ–সভাপতি মো. আদনানুল ইসলাম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন আহবায়ক আমির হোসেন মানিক, মো. আবছার, মহসীন আলি বাদশা, আলোউদ্দীন ভূইয়া, মো. সাহাবউদ্দিন, সাইদ মুরাদ, ফারুক রানা, মো. ওয়াসিম, মো. সোহেল, রফিকুল ইসলাম মিঠু, রাসেল রাজু, আবদুল হামিদ নয়ন, সাইফুর রহমান রানা, কামরুল পারভেজ জসি, ওয়াহিদুল আলম অভি, ফয়সাল, মো. ইসমাইল, মো. আসিফ, সাইমুন আহমেদ সাহেদ, মো. মারুফ, রঞ্জয় দাশ, শহীদ, মান্না প্রমুখ।












