শোভনদন্ডী স্কুল এন্ড কলেজে মা সমাবেশ

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী বলেছেন, আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের পাশাপাশি মা’দের ভূমিকা অপরিসীম। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মনির্ভর শিক্ষার বিকল্প নেই। এদেশ বঙ্গবন্ধুর, এদেশ মুক্তিযোদ্ধাদের। আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ দেশ গঠনে সকলকে সম্মিলিতবাবে কাজ করতে হবে। গতকাল পটিয়া শোভনদন্ডী স্কুল এন্ড কলেজে মা সমাবেশ ও বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

গভর্নিং বডির সভাপতি মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ অধ্যাপক মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইন।

এতে বিশেষ অতিথি ছিলেন সদস্য ইঞ্জিনিয়ার এম.এ মালেক, প্রবীণ শিক্ষক ব্রজহরি চৌধুরী, গভর্নিং বডির সাবেক সদস্য মো. আইয়ুব আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দে, আজীবন দাতা সদস্য মো. এরশাদুল আলম, অভিভাবক সদস্য আবদুর শুক্কুর, সানাউল করিম ভুট্টো, সাবেক সদস্য আবু ছালেহ পারভেজ।

পরে শোভনদন্ডী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার ফজল আহমদ চৌধুরীর সহধর্মিনী মরহুম হাসিনা আহমদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় মারা গেলে ৫ লাখ টাকা পাবে পরিবার
পরবর্তী নিবন্ধবাশিস নেতৃবৃন্দের সঙ্গে মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের মতবিনিময় সভা