শোভনদন্ডী ডিগ্রি কলেজে এইচএসসি বিদায় অনুষ্ঠান

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষা-দীক্ষায় এগিয়ে যেতে হবে। এজন্য প্রয়োজন তথ্য প্রযুক্তি ও প্রযুক্তিগত শিক্ষার বিকাশ সাধন। শোভনদন্ডী ডিগ্রি কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মোজাফরাবাদ কলেজের অধ্যক্ষ মো. আবু ছৈয়দ, শিক্ষানুরাগী মোহাম্মদ মুছা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাছান খোকন, দাতা সদস্য মো. এরশাদুল আলম, শিক্ষক সিফাত শারমিন চৌধুরী, বিধান চক্রবর্তী ও পটিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরাফাত শাকিল।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আবছার উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশামসুন নাহার খান নার্সিং কলেজে বিদায় ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৯তম শাখা উদ্বোধন