পটিয়ার শোভনদন্ডী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফজল আহমদ চৌধুরী, আস্কর আলী পণ্ডিত ও অধ্যাপক আবু মো. ইউসুফ চৌধুরীর স্মরণসভা কলেজ মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. হামিদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মফজল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাকালীন শিক্ষক রফিক উদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, শিক্ষা উপকমিটির সদস্য মো. আইয়ুব আলী ও দাতা সদস্য মো. এরশাদুল আলম। বক্তব্য রাখেন অধ্যাপিকা সিফাত শারমিন চৌধুরী, অধ্যাপক এ জেড এম আহসান উল্লাহ, অধ্যাপক মোশারফ হোসেন ফারুকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।