শোকের মাস আগস্টকে সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শোকের মাস আগস্ট মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল সন্ধ্যায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান শোক মাস আগস্টে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বর্ধিত সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস এবং ১৭ আগস্ট সারাদেশব্যাপী বোমাহামলা দিবস উপলক্ষ্যে আগস্ট মাসজুড়ে মাসব্যাপী জেলা এবং জেলার অধীনস্থ সকল ইউনিটের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা, শোকর্যালীসহ বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রমের অনুষ্ঠান পালনের কর্মসূচি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী, ছিদ্দিক আহমদ বি.কম, আবুল কালাম আজাদ, মোজাহেরুল আলম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম প্রমুখ।
উত্তর জেলা যুবলীগ : গতকাল যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এক জরুরি বর্ধিত সভা চট্টগ্রামের দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি এবং হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস এবং ১৭ আগস্ট সারাদেশব্যাপী বোমাহামলা দিবস উপলক্ষ্যে আগস্ট মাসজুড়ে মাসব্যাপী জেলা এবং জেলার অধীনস্থ সকল ইউনিটের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা, শোকর্যালীসহ বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রমের অনুষ্ঠান পালনের কর্মসূচি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট দীপক কান্তি দত্ত, মিজানুর রহমান, শহীদুল আলম, সৈয়দ মঞ্জুর আলম, মোঃ এরশাদ হোসেন, মোঃ আব্দুল করিম, আবুল বশর, মোঃ ফোরকান, এম.এ খালেদ চৌধুরী প্রমুখ।












