সুচিন্তা বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে নাসিরাবাদ মিসবা ইল উলুম মাদ্রাসায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণ করা হয়।
গত শনিবার বাদ জোহর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সুচিন্তা বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের যুগ্ম-সম্পাদক আবু হাসনাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম-সমন্বয়ক সাউদান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. হোসেন আহম্মদ ও যুবলীগ নেতা ইয়াসির আরাফাত। শোক দিবসের সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. শামসুদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।












