শোক দিবসে নগরে থাকবে অতিরিক্ত পুলিশ, সড়কে বিশেষ টহল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বর্র্ষিকীকে কেন্দ্র করে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরজুড়ে অতিরিক্ত ৫০০ পুলিশ সদস্য কাজ করবে। এছাড়া প্রত্যেকটা থানা এলাকায় থাকবে চেকপোস্ট, প্রয়োজন বোধে আবাসিক হোটেল, মেস কিংবা বাসাবাড়িতেও অভিযান চালানো হবে। সড়কজুড়ে থাকবে বিশেষ টহলও।

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ উদ্যোগ নিয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (অপারেশন) পংকজ দত্ত আজাদীকে বলেন, শোক দিবসকে কেন্দ্র করে অন্যান্য সময়ের তুলনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ডিবির টহলের পাশাপাশি চেকপোস্ট, তল্লাশি ও অভিযান চালানো হবে।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নগরজুড়ে অতিরিক্ত ৫০০ জনকে নিয়োগ করা হয়েছে। এদিন প্রত্যেক থানা এলাকায় চেকপোস্ট থাকবে। প্রয়োজন বোধে অভিযানও চালানো হবে।

পূর্ববর্তী নিবন্ধআলকরণে ভেজাল প্রসাধনীর গোডাউনের সন্ধান
পরবর্তী নিবন্ধমানুষ ও সহায়-সম্পত্তি পুড়িয়ে ক্ষমতায় আসা যায় না : তথ্যমন্ত্রী