শোক দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবের আলোচনা সভা

| মঙ্গলবার , ১৫ আগস্ট, ২০২৩ at ৯:২২ পূর্বাহ্ণ

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার এখনও সম্পূর্ণ হয়নি। কেবল জড়িত কয়েকজনের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর হত্যার পরিপূর্ণ বিচার এবং এ হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস উন্মোচন না হওয়া পর্যন্ত বাঙালি জাতির পাপমোচন হবে না। আমাদের প্রত্যাশা থাকবে সরকার এ ব্যাপারে কমিশন গঠন করবে। কমিশন গঠনের মাধ্যমে দেশিবিদেশি ষড়যন্ত্রকারী এবং জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে।

গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাবেক সভাপতি আলী আব্বাস, সাংবাদিক মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, ওমর কায়সার, এম. নাসিরুল হক, আসিফ সিরাজ ও ডেইজী মওদুদ। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিন বিকল, ফিশিং বোটে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার
পরবর্তী নিবন্ধবাঁশখালী‌তে সড়ক দুর্ঘটনায় নিহত ২