শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের দিন ১৫ ্‌আগস্ট জাতীয় শোক দিবসে গভীর শ্রদ্ধা আর শোকে স্মরণ করা হলো বঙ্গবন্ধুকে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করে। বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এবং সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা মোহাম্মদ মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহি সদস্য আলহাজ্ব আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, নাসির মিয়া, বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আরিফুর রহমান, আবু সামা বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর মো. শওকত হোসেন, এনামুল হক, রায়হান উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ জয়নাল আবেদীন। প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন জাতীয় শোক দিবসে শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। এই উপ-মহাদেশে একমাত্র যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী উন্নত দেশ হিসেবে ভিশন ২০৪১ এর যে রূপকল্প, যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন তা ক্রীড়াঙ্গন ব্যতিরেকে সম্ভবপর নয় বলে তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সিজেকেএস কনভেনশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, মো: দিদারুল আলম, নাসির মিঞা, মো: হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, তানভীর আহমেদ চৌধুরী, মো: মুজিবর রহমান, এইচ এম সোহেল, মো: এনামুল হক, মো: লুৎফুল করিম সোহেল, শওকত হোসেন, রায়হান উদ্দিন রুবেল, মো: সরওয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ নুর নবী লিটন প্রমুখ। বক্তারা বলেন বঙ্গবন্ধুর পুরো পরিবার ছিল একটি ক্রীড়া পরিবার। আজকে তার ছেলেদের নামে রয়েছে একাধিক ক্লাব। কাজেই বঙ্গবন্ধু পরিবারকে বাদ দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কল্পনা করা যাবেনা।

পূর্ববর্তী নিবন্ধআ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবলের কো. ফাইনালে নেমা একাডেমি
পরবর্তী নিবন্ধপাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন বাবর