আগস্ট মানেই শোকাতুর মুহ্যমান একটা মাস
বাংলার ঘরে ঘরে রক্তঝরা দুঃস্বপ্নের রক্তাক্ত লাশ।
হেনেছিল অপশক্তি, করেছিল পিতার জীবন ছাড়খার
অশ্রুপাতের সাগরে ঘনিয়ে এসেছিল তমসার আঁধার।
পুরো পরিবার করেছিল ধূলিসাৎ হিংসার অনলে
নিয়তির নির্মমতায় বাংলার বুকে এখনো আগুন জ্বলে
লাশের মিছিলে করেনি ক্ষমা পরিবারের সবাইকে
অকাল প্রয়াণে দেশ হারিয়েছে গর্বিত পিতাকে।
মীরজাফরের নৃশংসতায় ভেঙেছে মনেরই বিশ্বাস
সততার প্রতিদানে জাতি পেল ভয়ানক অবিশ্বাস।
আগষ্ট আসলেই মনে পড়ে যায় দু:স্বপ্নের স্মৃতি
শোক গাথার স্বর্ণাক্ষরে আছে স্বাধীন বাংলার গীতি।
বাংলার মানুষ মাথা উঁচিয়ে এখনো বাঁচতে জানে
সমপ্রীতির বন্ধনে দেশকে আগানোর শপথ মানে।
আগস্ট মানেই বাংলার মানসে বঙ্গবন্ধুর সংগ্রাম
লাল সবুজের পতাকায় ত্রিশ লক্ষ শহীদের নাম।