শোকের মাস আগস্ট উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহীদের মৃত্যুবার্ষিকীতে লায়ন মোহাম্মদ ইমরানের ব্যক্তিগত উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৯ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া ও মিলাদ মাহফিল সীতাকুণ্ড পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ ইদিলপুর আব্দুল বারী ইসলামি কমপ্লেক্স ও মাদরাসায় অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ, বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাসুদ বিল্লাহ।
এ সময় সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরানের সাথে আরো উপস্থিত ছিলেন, মাদরাসার পরিচালক ও পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দীন ভূঁইয়া, হাফেজ মাওলানা ওসমান গণি, হাফেজ মাওলানা সালাউদ্দীন, সাবেক ছাত্রনেতা করিমসহ মাদরাসার শিক্ষার্থীবৃন্দ। পরে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












