শোকের ছায়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সাফল্য

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা ছয় ম্যাচ জিতে শিরোপা ধরে রাখলেও গত সোমবার রাতে বাংলাদেশের মুখে ছিল না উৎসবের হাসি। কারণ ঠিক সেদিনই রাজধানীর উত্তরা এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অনেক ছাত্র ছাত্রী। আহত হয়েছেন আরও অনেকে। এই শোকাবহ দিনের ঠিক আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে ৪০ গোলে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকা একাই করেন চার গোল। দল রাউন্ড রবিন লিগ শেষ করে শতভাগ জয় নিয়ে। কিন্তু মাঠে সেই চেনা উল্লাস ছিল না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার বললেন ঠিক সেটাই। আজকের (সোমবার) ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর শোক জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এই সময়টা শিরোপার আনন্দ উদযাপনের নয়। আমাদের সবার মন ভারাক্রান্ত। অনেক নিষ্পাপ শিশু আমাদের ছেড়ে চলে গেছে। বাংলাদেশ দলের এই কোচ আরও বলেন, কেউ হয়তো তার সন্তান হারিয়েছে। কেউ হারিয়েছে ভাই, বোন বা প্রিয়জনকে। এমন ক্ষতির কোনো বিকল্প নেই। এই ক্ষতি কখনোই পুরন হয়না। এটা ঠিক যে আমাদের জয় কিছু মানুষের মুখে সাময়িক হাসি আনতে পারে। কিন্তু এই শোকের সামনে সেটি খুবই ছোট। তাই আমরা আমাদের এই শিরোপা উৎসর্গ করছি সেসব ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যারা এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে। মাঠে নেপালের বিপক্ষে খেলা শুরুর আগে এক মিনিট নিরবতা পালণ করা হয়েছিল।

তবে শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত খেলেছে। একেবারে অপরাজিত থেকে টানা দ্বিতীয়বারের মত সাফ অনূর্ধ্ব২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে। এই ম্যাচে চারটি গোল করেছেন তিন ম্যাচ নিষিদ্ধ থাকা সাগরিকা। টুর্নামেন্টে মোট ৮ গোল করেছে বাংলাদেশের এই স্ট্রাইকার। ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছে সাগরিকা। তবে মনের মধ্যে একরাশ দুঃখ নিয়ে ফিরেছে বাংলাদেশের মেয়েরা শিরোপা জেতার পরও।

পূর্ববর্তী নিবন্ধশাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হাসান আলীর সহানুভূতি
পরবর্তী নিবন্ধবিমান দুর্ঘটনা নিয়ে পাকিস্তান অধিনায়ক মর্মান্তিক ঘটনা, জাতি হিসেবে আমরা পাশে আছি