‘শৈশবের হেমন্তের আমেজ আজ আর নেই’

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও অপরিকল্পিত নগরায়ণের ছোঁয়ায় শৈশবের সেই হেমন্ত আর অনুভব করা যায় না। হেমন্তের শিশির, শিউলি ফুল ও মৃদু শীতি এক সময় যে আমেজ তৈরি করত তা এখন নেই বললেই চলে। সন্ধ্যায় কেয়া ঝারে জোনাকীর জ্বলে উঠার দৃশ্য ও গুণগুণ শব্দ আজ স্বপ্নের মতো মনে হয়। এই হেমন্ত ও শিউলি ফুলের দৃশ্যসৌরভ নিয়ে কবির্ কত যে কবিতা লিখেছেন তা বলে শেষ করা যাবে না। সেসব আজ বিপন্ন। সমপ্রতি হাটখোলা ও দুপুরলতা ছোটকাগজ আয়োজিত হৈমন্তী কবিতা সন্ধ্যায় আলোচনাকালে লেখককবিরা একথা বলেন। তাঁরা আরো বলেন, জীবনানন্দ দাশ কবিতায় হেমন্তের যে দৃশ্যকল্প তৈরি করেছেন, তা বহু বহু কাল আমাদের পাঠককে অনুরণিত করবে। আলোচনায় অংশ নেন হাটখোলার সভাপতি লেখক কাজী রুনু বিলকিস। কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন কবি ফাউজুল কবির, অভীক ওসমান, ওমর কায়সার, রিজোয়ান মাহমুদ, সঞ্জীব বড়ুয়া, আকতার হোসাইন, জিন্নাহ চৌধুরী, দিলীপ কির্তুনিয়া, বিজন মজুমদার, নিশাত হাসিনা শিরিন, রিমঝিম আহমেদ, সারাফ নাওয়ার, অমল বড়ুয়া, অনিন্দ্য বড়ুয়া, প্রতীমা দাশ, শিমলা চৌধুরী, বনানী শেখর রুদ্র, রেহেনা আকতার, ইউসুফ মুহম্মদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মনিরুল মনির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ৩১ দফা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার দুই