শৈলী লেখক পাঠক উৎসব ২২ এপ্রিল শিল্পকলায়

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ২২ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শৈলী লেখক পাঠক উৎসবের’ আয়োজন করা হয়েছে। এতে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার, লেখকদের কথামালা, ছড়াকবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের পরিচিতিমূলক আলোচনা ও তালিকাভুক্ত পাঠককে বই প্রদান। যাদের বইয়ের ওপর আলোচনা হবে তাঁরা হলেন : . মো. আবুল কাসেম, . আনোয়ারা আলম, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, এলিজাবেথ আরিফা মুবাশ্‌শিরা, দীপক বড়ুয়া, নাসের রহমান, ডা. প্রণব কুমার চৌধুরী, শঙ্কর প্রসাদ দে, আকাশ আহমেদ, এম নাসিরুল হক, কাসেম আলী রানা, রুনা তাসমিনা, নুসরাত সুলতানা, মোয়াজ্জেম হোসেন, কাজী জাহাঙ্গীর, সুবর্ণা দাশ মুনমুন, কানিজ ফাতিমা, জি এম জহির উদ্দীন, হেলাল চৌধুরী, সিমলা চৌধুরী, মুকুল চৌধুরী, নাসিম আখতার রিনা, মারজিয়া খানম সিদ্দিকা, মাহবুবা চৌধুরী, ফারহানা ইসলাম রুহী, সৈয়দ জিয়াউদ্দীন, লিপি বড়ুয়া, তারিফা হায়দার, প্রতিমা দেশ, কুতুবউদ্দীন বখতেয়ার, নাটু বিকাশ বড়ুয়া, শিরিন আফরোজ, মির্জা মোহাম্মদ আলী, রায়হানা হাসিব, জায়তুননেসা জেবু, রুদ্র আজাদ প্রমুখ। বিভিন্ন পর্বে অংশগ্রহণে আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং রিভার শাইন রোটারি ক্লাবের নিয়মিত সভা ও ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নেই