শেয়াল মামা

সারমিন চৌধুরী | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

পশুপাখির হলে কোনো

অসুখবিসুখ সর্দি,

শেয়াল মামার কাছে যায়

ডাকে তাকে বদ্দি।

বনের রাজা হাতি

দাপট নিয়ে চলে,

শেয়াল মামার সুনাম শুনে

তেলেবেগুনে জ্বলে।

হঠাৎ হাতির গায়ে এলো

ভীষণ রকম জ্বর,

দেশ বিদেশের কবিরাজে

ভরে গেছে ঘর।

হাতির কথা শুনতে পেয়ে

শেয়াল আসে ছুটে,

খাইয়ে দেয় ঔষধ তাকে

লতাপাতা বেটে।

পূর্ববর্তী নিবন্ধমেঘের ছায়া
পরবর্তী নিবন্ধচাঁদ উঠেছে