শেষ হলো সাংগ্রাই জলউৎসব

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৭:০০ পূর্বাহ্ণ

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলউৎসবের মধ্য দিয়ে শেষ হলো বৈসাবি উৎসব। গতকাল রোববার উৎসব উপলক্ষে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর উদ্যোগে দুপুর ১২ টায় রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জলউৎসব। মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে গেষ্ট অব অনার ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তনু কুমার দাস, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমেন দে, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার রাজস্থলী সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী মং (ঘণ্টা) বাজিয়ে ও ফিতা কেটে জল উৎসবের উদ্বোধন করেন দীপংকর তালুকদার। এরপর মারমা সম্প্রদায়ের তরুণতরুণীরা কয়েকটি দলে ভাগ হয়ে একে অপরকে জল ছিটিয়ে জল উৎসবে মেতে ওঠেন। পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আকর্ষণীয় পানি খেলা দেখার জন্য হাজার হাজার নারীপুরুষ, শিশুকিশোর উৎসবস্থলে সমবেত হয়। এ উৎসব দেখতে দূরদূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। সবস্তরের মানুষের উপস্থিতিতে এ উৎসব পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালির মিলন মেলায় পরিণত হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সন্ত্রাসী দুই সহোদর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধউত্তরায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ড