সীতাকুণ্ড চন্দ্রনাথধামে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী তিথি গতকাল রবিবার শেষ হয়েছে। মূল শিবরাত্রি তিথিতে তীর্থযাত্রীরা সীতাকুণ্ড-বাড়বকুণ্ডে অবস্থিত বিভিন্ন মঠ মন্দির দর্শন ছাড়াও ব্যাসকুণ্ডে স্নান, তর্পণ, গয়াকুণ্ডে পিন্ডদানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে এবারের মেলা সম্পন্ন হয়েছে দাবি করছে সংশ্লিষ্টরা। তবে তিনদিনের মূল মেলা শেষ হলেও অনানুষ্ঠানিকভাবে মেলা চলবে আগামী ২৭মার্চ দোল পূর্ণিমা পর্যন্ত।
মেলাঙ্গন ঘুরে দেখা যায়, গতকাল মন্দির সড়কে মেলা উপলক্ষে আসা দোকান-পাটগুলোকে বেচা-কেনা চলছে। গত তিন দিনে চন্দ্রনাথ ধাম থেকে ১২শ ফুট উপরে পাহাড় বেষ্টিত চন্দ্রনাথ শিব মন্দিরে দর্শন করেছে তীর্থযাত্রীরা। এসময় অসুস্থ হয়ে ২০জন তীর্থযাত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী দৈনিক আজাদীকে জানান, এবারের মেলায় প্রায় ১০লাখ তীর্থযাত্রীর আগমন ঘটেছে। মেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।