চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উদ্যোগে যৌথভাবে আয়োজিত বাংলাদেশের ধ্রুপদী চলচ্চিত্রের অধিবেশন গত ২৩ ও ২৪ মে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো ল্যাকরাম্প ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরী। অধিবেশনে প্রদর্শিত ছবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষ অতিথি ফিল্ম ইনস্টিটিউটের সহ সভাপতি কবি শাহীন মাহমুদ। সভায় বক্তারা বাংলাদেশের চলচ্চিত্রের ঐতিহ্যময় ইতিহাসের প্রসঙ্গ উঠে আসে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে রাজেন তরফদার পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র ‘পালঙ্ক’ প্রদর্শিত হয়। এরপর প্রদর্শিত হয় আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’। গতকাল শনিবার প্রদর্শিত হয় শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ী’ এবং সমাপনী চলচ্চিত্র জহির রায়হান পরিচালিত ‘কখনো আসেনি’। প্রেস বিজ্ঞপ্তি।