চট্টগ্রামবাসীকে নানা ধরনের পিঠার স্বাদ দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। এতে সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বক্তব্য দেন উৎসব সচিব সাইফুল আলম বাবু ও জেলা কালচারাল অফিসার মোসলেম ইদ্দিন সিকদার। সমাপনী দিনে চারটি স্টলকে সম্মাননা স্মারক দেয়া হয়। এর আগে বক্তারা বলেন, ঢাকায় ১২ বছর ধরে জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এই উৎসব। গত পাঁচ দিনে আবহমান বাঙালি সংস্কৃতির লোকজ ও নান্দনিক পরিচয় সম্পর্কে ভাল ধারণা পেয়েছে পিঠাপ্রেমীরা। আগামীতেও এই উৎসব নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
উল্লেখ্য, গত ৯ মার্চ থেকে শুরু হয় জাতীয় পিঠা উৎসব ২০২১। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এই উৎসবের আয়োজন করে।