শেষ হলো আফ্রিকান চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজ ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের আয়োজন

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

আফ্রিকান চলচ্চিত্র উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। আলিয়ঁস ফ্রঁসেজ ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে গত ১০ নভেম্বর থেকে আফ্রিকান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে আফ্রিকার চারটি দেশের চারটি উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

১০ নভেম্বর উৎসব উদ্বোধন করেন প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চবি সাংবাদিকতা ও গণ যোগাযোগ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো ল্যাকরাম্পে ও উপ পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরী। অনুষ্ঠানে চট্টগ্রাম চলচ্চিত্র ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র ডিপফোকাসের আফ্রিকান চলচ্চিত্র সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় সেনেগালের ছবি দি মানি অর্ডার। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় কঙ্গোর মাকিলা। সমাপনী দিনে প্রদর্শিত হয় মালির ছবি ইয়েলিন ও শাদের ছবি দি স্ক্রিমিং ম্যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার রেললাইন নিয়ে গান
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি চেয়ে ইউএসএইড-এর সহস্রাধিক কর্মকর্তার খোলা চিঠি