শেষ সিনেমা যার সঙ্গে করতে চান মাধবী

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের ৮২ বছরের জীবনে সিনেমার সঙ্গে বসবাস ৭৪ বছর ধরে। কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায় যাকে পর্দায় প্রতিষ্ঠিত করেছেন রবি ঠাকুরের ‘চারুলতা’ হিসেবে, সেই অভিনেত্রী জীবন সায়াহ্নে এসে নির্দিষ্ট একজন অভিনেতার সঙ্গে তার শেষ সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিশুশিল্পী হিসেবে যার অভিনয় যাত্রা শুরু হয়েছিল মাধবীর সঙ্গেই। হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, এক সাক্ষাৎকারে মাধবী তার প্রত্যাশার কথা বলেছেন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, প্রসেনজিৎ আমার খুবই পছন্দের মানুষ। তারও প্রথম সিনেমা আমার সঙ্গে। সেজন্যই আমি চাই আমার শেষ ছবি যেন প্রসেনজিতের সঙ্গেই হয়। ১৯৯৮ সালে ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমা দিয়ে চার বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রসেনজিৎ। সিনেমায় প্রসেনজিতের বাবার চরিত্রে তার নিজেরই বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। আর মা হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়।

গেল ১০ ফেব্রুয়ারিতে মাধবীর জন্মদিনে ওই সিনেমার একটি সাদাকালো ছবি পোস্ট করে বর্ষীয়ান অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন মাধবী, এছাড়া উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তার। বার্ধক্যের এসব জটিলতায় কাজ কমিয়েও দিয়েছেন মাধবী।

পূর্ববর্তী নিবন্ধলিটল জুয়েল্‌স স্কুলে নাটক
পরবর্তী নিবন্ধ‘জীবনের গল্প’ নিয়ে আসছেন ফেরদৌস ওয়াহিদ