এবারের এশিয়া কাপ থেকে এরই মধ্যে বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। তাই সুপার ফোর পর্বের যে ম্যাচটি বাকি আছে সেটি কেবলই আনুষ্ঠানিকতার। আর সে আনুষ্ঠানিকতার ম্যাচে আজ নামছে বাংলাদেশ সেই ভারতের বিপক্ষে যারা ইতোমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে। তাই আজকের ম্যাচটি জিতে অন্তত এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।
সুপার ফোর পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলংকার কাছে ২১ রানে হেরে টুর্নামেন্টের ফাইনালের দৌঁড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তাই এখন কেবলই সম্মান বাঁচানোর লড়াই ভারতের বিপক্ষে।
এমনিতেই এবারের এশিয়া কাপে গিয়েছিল বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছাড়াই। তামিম নেই। মাহমুদউল্লাহ নেই। লিটন ছিলেন না শুরু থেকে। এবাদত নেই। দুই ম্যাচ পর ফিরে আসতে হয়েছে ইনফর্ম নাজমুল হোসেন শান্তকে। এমন অবস্থায় দলের ভালো ফল আশা করাটা কঠিন। আর সেটাই হয়েছে টাইগারদের ক্ষেত্রে। আজকের ম্যাচে থাকছেন না মুশফিকুর রহিম। নবাগত সন্তানের পাশে থাকতে তিনি ফিরে এসেছেন দেশে। আর ফিরেননি। সাকিব দেশে ফিরলেও তিনি আবার ফিরে গেছেন কলম্বোয়। তাই আজকের ম্যাচে মুশফিককে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। দলের শক্তি আরো কমে গেলেও খালি হাতে দেশে ফিরতে চাইবে না বাংলাদেশ। যদি ভারত তাদের বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা–নিরীক্ষার পরিকল্পনা করে তাহলে জয়ের একটা সুযোগ থাকতে পারে বাংলাদেশের সামনে। যদিও এখন পর্যন্ত এশিয়া কাপে নিজেদের সেরা ক্রিকেট খেলেনি শিরোপা জয়ের জন্য অন্যতম হট ফেভারিট ভারত।
গত কয় বছর ধরে এশিয়া কাপে বাংলাদেশ এবং ভারত লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে। এশিয়া কাপে দু’দল যেন চির শত্রু। যদিও বরাবরই ভারতের বিপক্ষে তীরে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ। নিজেদের ভুল, ম্যাচ শেষ করতে না পারার ব্যর্থতা ও ভারতের দুর্দান্ত পারফরমেন্সের কারনে ম্যাচগুলোতে জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে যেহেতু এই ম্যাচটি নির্ভার হয়ে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ তাই ম্যাচটি জয়ের জন্যই মাঠে নামবে তেমন আভাসই দিয়ে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক। আর সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদেরকেই বড় ভূমিকাটা রাখতে হবে। বিশেষ করে ভারতের স্পিনার কুলদিপ যাদবকে মোকাবেলা করতে হবে শক্ত হাতে। এই স্পিনার এরই মধ্যে সুপার ফোর পর্বের দুই ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। পাকিস্তান এবং শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দুটি তিনিই জিতিয়েছেন ভারতকে।