মার্কিন মহাকাশ সংস্থা নাসা চাঁদে আর্টেমিস-১ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপন শেষ মুহূর্তে স্থগিত করেছে। পঞ্চাশ বছরের বিরতির পর নাসা আবার চাঁদে মানুষ পাঠানোর জন্য এই উচ্চাভিলাষী কর্মসূচি নিয়েছিল।
নাসা এখন বলছে, তাদের আর্টেমিস রকেটের একটি ইঞ্জিনে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, যা যথাসময়ে মেরামত করা যায়নি। সেপ্টেম্বরের দুই তারিখে এটির সম্ভাব্য উৎক্ষেপনের পরবর্তী দিন ঠিক করা হয়েছে।
গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যে ৬টা ৩৩) মিনিটে রকেটটি উৎক্ষেপণের সময় নির্ধারিত ছিল।
নাসার বহু প্রতীক্ষিত আর্টেমিস মিশন মানুষের মহাকাশ অভিযানে এক নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছিল। নাসা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই এসএলএস বা স্পেস লঞ্চিং সিস্টেমের ট্যাঙ্কে একটি ফাটল পাওয়া গিয়েছিল। ফলে যে সময়ে লঞ্চ হওয়ার কথা ছিল, তাতে দেরী হয়। এসএলএসের ইন্টার ট্যাংক হচ্ছে রকেটের একটি অংশ যা তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন ট্যাঙ্কগুলিকে সংযুক্ত করে। এছাড়া এসএলএস-এর যে চারটি বিশাল জঝ-২৫ ইঞ্জিন রয়েছে তার একটিতেও একটি সমস্যা দেখা দিয়েছিল। রকেট ছোঁড়ার যে সময়টি ঠিক করা হয়েছিল সেই কাউন্ট ডাউনের আগে নাসার ইঞ্জিনিয়াররা সেটা মেরামতের প্রাণান্তকর চেষ্টা করছিলেন। কিন্তু তা সফল হয়নি। এরপরই আর্টেমিস-১ পরিকল্পিত লঞ্চটি বাতিল করা হয়। তবে এই মুহূর্তে নাসার সামনে দুটি বিকল্প তারিখ রয়েছে: ২ সেপ্টেম্বর এবং ৫ সেপ্টেম্বর।