শেষ মুহূর্তে বিল পাস, শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:০৫ পূর্বাহ্ণ

সরকারের স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউস অব কমনস ও সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় শাটডাউন এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। না হলে দেশটির লাখো সরকারি কর্মচারীকে বিনা বেতনে ছুটিতে পাঠাতে হতো। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা আগামী ৪৫ দিনের জন্য অস্থায়ী বাজেট বা স্টপগ্যাপ বিল মঞ্জুর করেছেন। বিলটি পাস না হলে যুক্তরাষ্ট্র শাটডাউনের মুখে পড়ার আশঙ্কা ছিল। খবর বাংলানিউজের। এতে করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো আংশিকভাবে বন্ধ হয়ে যেতো। ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতনভাতা পরিশোধ বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা ছিল। চুক্তি হওয়ায় এত বড় সংকট থেকে বেঁচে গেছে বাইডেন প্রশাসন। গত শনিবার কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার কেভিন ম্যাককার্থি আগামী ৪৫ দিনের সরকারি ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে একটি স্টপগ্যাপ বিল উত্থাপন করে। স্টপগ্যাপ ফান্ডিং বিল নামে বিলটি ৮৮৯ ভোটে পাস হয় সিনেটে। এর আগে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসেও দ্বিপক্ষীয় সমর্থনে পাস হয় বিলটি।

পূর্ববর্তী নিবন্ধনানিয়ারচরে বন্যা কবলিত হতদরিদ্ররা পেল ত্রাণ সহায়তা
পরবর্তী নিবন্ধমালদ্বীপ প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী মুইজ্জুর জয়