শেষ মুহূর্তে জমে উঠেছে বিজয় মেলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৪:২৭ পূর্বাহ্ণ

শেষ মুহূর্তে এসে জমে উঠেছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। নগরীর আউটার স্টেডিয়ামে গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলা শেষ হচ্ছে আগামী ১ জানুয়ারি। পুরো ডিসেম্বর মাস জুড়ে চলা মেলার আয়োজক মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ। ১৯৮৯ সালের পর গত ৩৩ বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিশেষ আকর্ষণ বিকিকিনির পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠকদের স্মৃতিচারণ। যা তরুণ প্রজন্মকে নানাভাবে উজ্জীবিত করে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এবারও অন্যান্য বারের মত মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর জমজমাট বিকিকিনি চলছে। পাট ও পাটজাত পণ্য এবং বিভিন্ন ধরনের বাহারি পোশাকের জমজমাট আয়োজন রয়েছে মেলার স্টলগুলোতে।

এছাড়া থ্রিপিস, জুতা, বিভিন্ন ধরনের শাড়ি, নকশি কাঁথা, কাশ্মীরি শাল ও কার্পেটসহ নানা ধরনের গৃহসজ্জার সামগ্রী মেলায় বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে। বিভিন্ন স্টলে শিশুদের প্রচুর খেলনা, প্লাস্টিক পণ্য, কসমেটিকস পণ্যসহ বিভিন্ন ধরনের প্রসাধনী, মাটির তৈজসপত্রসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। প্রতিদিন দুপুর থেকে মানুষ বাড়তে শুরু করে। রাত অবধি প্রচুর লোক মেলায় কেনাকাটা করে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিষমুক্ত সবজি চাষে সফলতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের পাঁচ নেতার গণসংবর্ধনা ৩১ ডিসেম্বর