১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে প্রার্থীদের আজ প্রচার-প্রচারণার শেষ দিন। শেষ মুহূর্তে এসে ২১ জন কাউন্সিলর প্রার্থী বিরামহীন প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। গতকাল দুপুর থেকে ২১ জন প্রার্থী চকবাজারের নানান অলি-গলি চষে বেড়িয়েছেন।
নূর মোস্তফা টিনু (মিষ্টি কুমড়া) : মিষ্টি কুমড়া প্রতীকের কাউন্সিলর প্রার্থী নূর মোস্তফা টিনুর পক্ষে গতকাল দুপুরে চকবাজারের বিভিন্ন অলি-গলিতে গণসংযোগ করেছেন তার কর্মী-সমর্থকরা।
এসময় মিষ্টি কুমড়া প্রতীকের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তার সহধর্মিনী শাহানাজ আকাতর। এসময় উপস্থিত ছিলেন, দেবাশীষ চৌধুরী, বিপ্লব দে, মো. সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, নাহিদূল ইসলাম জাবেদ, আলাউদিন আরিফ, রিয়াজুল ইসলাম, ফকরুল আলম, নূর ইয়াছিন চৌধুরী, দেলোয়ার হোসেন, আজগর আলি তালুকদার প্রমুখ।
কায়সার আহমেদ (প্রতীক প্রদীপ) : কাউন্সিলর পদপ্রার্থী কায়সার আহমেদ তার প্রদীপ প্রতীকের পক্ষে এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তার সাথে ছিলেন, মোশতাক আহমেদ টিপু, মো. শাহজাহান, জুয়েল আহমেদ, ইসমাইল আহমেদ শিপন, মাঈন উদ্দিন ও মাসুদ আহমেদ বাপ্পা।
আজিজুর রহমান (প্রতীক হেলমেট) : চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ নির্বাচনে হেলমেট প্রতীকের প্রার্থী আজিজুর রহমান গতকাল পাঁচলাইশের বিভিন্ন অংশে গণসংযোগ করেছেন। এসময় তার সাথে ছিলেন, কর আইনজীবী সমিতি নূর হোসেন, অ্যাড. ফিরোজ ইফতেখার, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. রতন শর্মা প্রমুখ।
মো. নাজিম উদ্দীন (প্রতীক-কাচি) : কাঁচি মার্কায় ভোট চেয়ে গতকাল চকবাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী মো. নাজিম উদ্দিন। এসময় তার সাথে ছিলেন, শফিউল আজম বাহার, মো. আলী, মো. জাসেদ উদ্দিন চৌধুরী, মঈনুদ্দিন মিন্টু, ফরহাদ চৌধুরী, ফরহাদ জামান লিংকন, নয়ন মজুমদার, আনোয়ার হোসেন, মো. সাইমুন, নিজাম কাদের, জয়নাল জনি, রিয়াজ কাদের, মিঠু চৌধুরী, মো. কাদের, মোস্তফা শাকিল, রাজীব, রাহি প্রমুখ।












