ধীরে ধীরে ঘনিয়ে এসেছে বেলা
ফিরে যাবার অন্তিম সময়!
গোধূলি লগন।
বহুপথ! বহুদিন! সময়! মাস! বছর ! যুগ!
কাটিয়ে এসেছি।
মায়া মমতার ঘেরা
ভালোবাসার এই পৃথিবী হতে
এবার ইতি টানা।
কল্পনার ডানায় পাখা মেলে
চিরকাল ভেবেছি এ পৃথিবী আমার!
অকারণ হরষে মন মেতেছে
কৃষ্ণচূড়া জারুলের রঙে!
মায়াডোরে বেঁধেছি চারপাশ!
ভালোবাসার এই পৃথিবী ছেড়ে
চলে যাবো বহুদূর দূরান্তে!
ফিরে আর আসা হবে না!
তবু যে ভালোবাসি পৃথিবীর
সূর্যোদয়, সূর্যাস্ত, দিগন্তবিস্তৃত নীল আকাশ।
প্রভাতের রাঙা সূর্য আমায় আর রাঙাবে না
নতুন দিনের আলোয়!
গোধূলি বেলার শেষ রশ্মিটুকু
যেভাবে দূর আকাশের
শেষ সীমানায় হারিয়ে যায়!
হটাৎ করে ক্লান্ত পথিকের
পথ চলা যেমন থেমে যায়!
আমিও তেমন করে
চিরকালের তরে থেমে যাব।
এ ধরিত্রী থেকে মুছে যাবে
আমার পদচিহ্ন।
কবিগুরুর গানের সুরে গাইবো
‘মরণ রে তুহু মম শ্যাম সমান’