শেষ বিদায়ও একসাথে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৯:০৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় রতন দাশ(৬০) ও টুন্টু দাশ(৪২) নামে একসাথে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়। তারা একসাথে করতেন মাছের ব্যবসা। একসাথেই প্রতিদিন ভোরে কাপ্তাই থেকে মাছ এনে বিক্রিও করতেন চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায়। মৃত্যুতেও একসাথে ছিলেন এই দুই ভাই।

গতকাল সোমবার (৪ অক্টোবর) ভোরে কাপ্তাই ফিসারী ঘাট থেকে মাছ আনতে যাচ্ছিলেন তারা। সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারী পার্কের সামনে ট্রাকের (চট্টমেট্টো-ভ ১১-২৩৩৪) সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান দুই ভাই। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে তাদের শেষ বিদায় জানানো হয় পাশাপাশি চিতায় দাহ করে।

নিহত দুই ভাই রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যামা পাড়া এলাকার সুধীর বহদ্দারের ছেলে। একসঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ গোটা শ্যামাপাড়া গ্রাম। দুই সহোদরের সৎকারের সময় এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়।

এদিকে, মঙ্গলবার বিকালে নিহত পরিবারের স্বজনদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। তার পক্ষে এসব সহায়তা দেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, “সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর বিষয়ে রাঙ্গুনিয়া থানায় একটি সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। টুন্টু দাশের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধচবিতে সশরীরে ক্লাস ৬ নভেম্বর থেকে
পরবর্তী নিবন্ধপেঁপে বাগানে গাঁজা চাষ!