কলেজের একাদশে ভর্তিতে ৩য় পর্যায়ের তালিকায়ও ঠাঁই না পাওয়া শিক্ষার্থীদের ৪র্থ দফায় আবেদনের সুযোগ দিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি (দুদিন) অনলাইনে ফের এ আবেদনের সুযোগ দেয়া হয়। এই দুদিনে এখনো পর্যন্ত কলেজ না পাওয়া চট্টগ্রামের ১৩ হাজার ৬৬৭ শিক্ষার্থী পুনরায় আবেদন করেছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা ১ মার্চ (আজ) প্রকাশিত হবে। আর ভর্তির জন্য মনোনীতদের নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ মার্চ।












