শেষ পর্যন্ত পারলনা কলকাতা। শেষ চারে যাওয়া হলোনা শাহরুখ খানের দলের। গতকাল আইপিএলের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মাঠে নেমেছিল মুম্বাই এবং হায়দ্রাবাদ। মাঠের বাইরে টেনশনে ছিল কলকাতা এবং ব্যাঙ্গালুরু। শেষ পর্যন্ত মুম্বাইকে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিল হায়দ্রাবাদ। আর তাদের সাথে গেল ব্যাঙ্গালুরুও। কলকাতার পয়েন্ট হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালুরুর সমান হলেও রান রেটে পিছিয়ে থাকায় প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো কলকাতাকে।
১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে মুম্বাই। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটাল। গতকাল মুম্বাইকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিল হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে পোলার্ড ৪১, ইশান কিশান ৩৩, ডি কক ২৫ এবং যাদব করেন ৩৬ রান। হায়দ্রাবাদের পক্ষে ৩টি উইকেট নেন সন্দিপ শর্মা। ২টি করে উইকেট নিয়েছেন নাদিম এবং হোল্ডার। জবাবে ব্যাট করতে নামা সান রাইজার্স হায়দ্রাবাদ ১৭.১ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করার পাশাপাশি শেষ চারও নিশ্চিত করে। দলের পক্ষে ওয়ার্নার ৫৮ বলে ৮৫ রান এবং ঋদ্ধিমান সাহা ৫৮ রান করে অপরাজিত থাকেন।