অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ ছন্দে এগিয়ে চলেছেন টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার মিশনে থাকা সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে উড়িয়ে সেমি-ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। মেলবোর্নে মঙ্গলবার রোমানিয়ান তারকা হালেপকে ৬-৩, ৬-৩ গেমে হারান প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা সেরেনা নিজের পারফরম্যান্স বেশ খুশি। ‘আমার মনে হয়, এই টুর্নামেন্টে এটাই আমার সেরা পারফরম্যান্স।’ ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তৃতীয় বাছাই নাওমি ওসাকা। একই দিনে মাত্র ৬৬ মিনিটে তাইওয়ানের সে সু-ওয়েকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দেন জাপানের ২৩ বছর বয়সী ওসাকা। ২০১৮ ইউএস ওপেনের ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন সেরেনা ও ওসাকা। সেই ম্যাচে জিতে ওসাকা পেয়েছিলেন ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ।