ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির সময়ে নগরবাসীর নগদ অর্থের প্রয়োজন মেটাতে ব্যাংকগুলো তাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যাংকগুলোর আধুনিক মনিটরিং সিস্টেমের মাধ্যমে বুথের নগদ অর্থের পরিমাণ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। টাকা কমে আসলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্বয়ংক্রিয় সিগন্যাল পৌঁছাবে। কোন বুথে টাকা কমে গেলে ছুটির দিনগুলোতেও ব্যাংকের ভল্ট খুলে বুথে টাকা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। ঈদের দীর্ঘ ছুটিতে নগরীর কোন ব্যাংকের বুথে টাকার সংকট হবে না বলেও জানান ব্যাংকের কর্মকর্তারা।
এদিকে গতকাল বৃহস্পতিবার সরকারি অফিস–আদালত–ব্যাংক–বীমার অফিস গুলোর শেষ কর্ম দিবসে চট্টগ্রামের প্রতিটি ব্যাংকের শাখায় সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। ঈদের বন্ধের এক সপ্তাহের টাকা উত্তোলনের জন্য সকল থেকে প্রতিটি ব্যাংকের শাখায় গ্রাহকদের প্রচুর ভিড় দেখা গেছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ঈদুল ফিতরের পূর্বে বেতন ভাতাদি উত্তোলনের জন্য আজ সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংক, রুপালী ব্যাংকের শাখা সমূহ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখার জন্য সংশ্লিষ্ট ব্যাংক সমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দেয়া হয়েছে। তাই সংশ্লিষ্ট ব্যাংকের শাখা সমূহে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি।
চট্টগ্রাম মহানগরীতে সরকারি ও বেসরকারি প্রায় প্রতিটি ব্যাংকেরই এটিএম বুথ রয়েছে। দিনে দিনে বুথ থেকে টাকা উঠানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ঈদ উপলক্ষে ৯ দিনের টানা ছুটিতে মানুষের স্বাভাবিক ব্যাংকিং বন্ধ থাকবে। এই সময় বুথের উপর চাপ বাড়বে। সেই বাড়তি চাপ সামাল দেয়ার প্রস্তুতি ব্যাংকগুলো গতকাল সম্পন্ন করেছে।
ইস্টার্ন ব্যাংক জিইসি শাখার ম্যানেজার পারভেজ আহমেদ বলেন, প্রতিটি বুথে পর্যাপ্ত টাকা থাকবে। কোন বুথেই টাকার অভাব হবে না। টাকা কমে আসলে আমরা সিগন্যাল পাবো। তখন টাকার যোগান দেয়া হবে। তিনি বুথ থেকে টাকা তুলতে গিয়ে গ্রাহকদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য প্রতিটি বুথে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নগর পুলিশ এই ব্যাপারে সহায়তা করছে বলেও তিনি জানান।