শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে হারাল শ্রীলঙ্কা

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

জয়ের জন্য শেষ ওভারে দরকার ৭ রান। পঞ্চাশোর্ধ জুটিতে ক্রিজে দুই সেট ব্যাটসম্যান। সেই সমীকরণ দাঁড়াল ২ বলে ২ রানে। আর্শদিপ সিংয়ের পঞ্চম বল মিস করে রানের জন্য ছুটলেন দাসুন শানাকা। কিপার বল ধরে ভাঙতে পারলেন না স্টাম্প। বোলারও পারলেন না নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে বল লাগাতে। দুই ব্যাটসম্যানই বেঁচে গিয়ে ২ রান নিয়ে মেতে উঠলেন উৎসবে। এশিয়া কাপের সুপার ফোর পর্বে গতকাল শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১ বল হাতে রেখে। খবর বিডিনিউজের।
এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে সফলভাবে রান তাড়াকে যেন অন্য পর্যায়ে নিয়ে গেছে শ্রীলঙ্কা। এই নিয়ে টানা তিন ম্যাচে তারা জিতল ১৭০ রানের বেশি তাড়া করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৮৩ ও সুপার ফোরে আফগানিস্তানের ১৭৫ রান তাড়ায় জিতেছিল লঙ্কানরা। সুপার ফোরে পরপর দুই ম্যাচে হারায় ফাইনালে খেলার ভাগ্য আর নিজেদের হাতে রইল না ভারতের। দিলশান মাদুশাঙ্কা, চামিকা করুনারত্নের দুর্দান্ত বোলিংয়ের পর রেকর্ড জুটিতে শ্রীলঙ্কার সুর বেঁধে দেন পাথুম নিসানকা ও কুসল মেন্ডিস। মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় যদিও জেগেছিল শঙ্কা। তবে ভানুকা রাজাপাকসার সঙ্গে দারুণ জুটিতে শ্রীলঙ্কাকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে যান অধিনায়ক শানাকা।
ভারতের ইনিংস রোহিতময়। ৪১ বলে তিনি খেলেন ৭২ রানের ইনিংস। অন্যরা মিলে ৮০ বলে করে ৯৩ রান। এঙট্রা থেকে আসে ৮। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার মাদুশাঙ্কা। ২৭ রান দিয়ে করুনারত্নের প্রাপ্তি ২টি। সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেওয়ার পর ১৮ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা অবশ্য শানাকা।
এই পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। পরদিন শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পুলিশ পরিচয়ে পর্যটক অপহরণ, ২ হোটেল কর্মচারী আটক
পরবর্তী নিবন্ধচসিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা