শেষ আটে আলকারাজ ও জকোভিচ

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়র্টার ফাইনাল নিশ্চিত করেছেন কার্লোস আলকারাজ। এদিকে কোনও বল না খেলেই শেষ আটে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ। নারী বিভাগে আরিয়ানা সাবালেঙ্কা অনায়াসেই এগিয়ে গেলেও কোকো গফকে লড়াই করতে হয়েছে।

শীর্ষ বাছাই আলকারাজ রড লেভার অ্যারেনায় ছিলেন দুর্দান্ত ফর্মে। চতুর্থ রাউন্ডে আলকারাজ আমেরিকান টমি পলকে ৭(/), , ৫ সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার পথে থাকা জকোভিচের শেষ ষোলোতে ইয়াকুব মেনশিকের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে চোটের কারণে চেক খেলোয়াড় নাম প্রত্যাহার করায় কোন বল না খেলেই কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জকোভিচ খেলবেন আমেরিকার নবম বাছাই টেলর ফ্রিটজ অথবা ইতালির পঞ্চম বাছাই লোরেঞ্জো মুসেত্তির বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধআল-হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপটিয়ার কুসুমপুরায় সভাপতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন