এবারের বিশ্বকাপে সবচাইতে চাপে দল কোনটি। তেমন প্রশ্নে নিশ্চয়ই একাধিক নাম আসবে। বাংলাদেশ, ইংল্যান্ড কিংবা শ্রীলংকা। তবে এবারের বিশ্বকাপে সবচাইতে লজ্জার রেকর্ড করা দলটির নাম কি তেমন প্রশ্নের জবাবে নিশ্চয়ই শ্রীলংকার নামই আসবে। কারণ তিনশর বেশি রান করে হার, ৫৫ রানে অল আউট, সব মিলিয়ে একেবারে হতশ্রী অবস্থা লংকানদের। আবার বাংলাদেশের কথা যদি আসে তাহলে বলতে হবে চারদিক থেকে সবচাইতে চাপে পড়া দলটির নাম বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ এরপর হেরেছে অর্ধ ডজন ম্যাচ। তাই এবারের বিশ্বকাপে সবচাইতে বেশি চাপে থাকা দুই দল বাংলাদেশ এবং শ্রীলংকার মর্যাদার লড়াই আজ।
যদিও শ্রীলংকা দুটি ম্যাচ জিতেছে এবারের বিশ্বকাপে। বাংলাদেশের জয় কেবল একটাই। তাছাড়া বিশ্বকাপে এখনো শ্রীলংকার বিপক্ষে কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এই টুর্নামেন্টে চারবারের মোকাবেলায় শ্রীংলকা জিতেছে তিনবার। গত আসরের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তাই নানা কারণে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত টানা সাতটি ম্যাচে হারতে চাইবে না বাংলাদেশ। শেষের প্রাপ্তির আশায় সাকিবরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ চরম মাত্রায় পৌঁছে গেছে। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনবার অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ দল। দিল্লির স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে দুই দিনের জন্য। এমনই এক ভয়াভহ পরিস্থিতিতে শ্রীলংকার বিপক্ষে মর্যাদার লড়াই আজ টাইগারদের। এতকিছু ছাপিয়ে বাংলাদেশের লক্ষ্য এই ম্যাচটি জেতা। করোনাকালের মত মাস্ক পড়ে অনুশীলন করেছে বাংলাদেশ দল। লক্ষ্য অন্তত এই ম্যাচটি জেতা। যদিও এখনো ম্যাচের ভাগ্য নির্ভর করছে বায়ু দূষণ কোন মাত্রায় আছে তার উপর। আজ সকালে বায়ু দূষণ মাত্রা পরিমাপক একিউআই পরিমাপ করার পর ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিবেন কর্মকর্তারা।
বাংলাদেশ এবং শ্রীলংকা দু দলই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আগেই। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটাও অনেকটা অনিশ্চিত দু দলের। তবে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের চাইতে এগিয়ে শ্রীলংকা। কারণ এই দুই দলের কাছেই হেরেছে বাংলাদেশ। তবে অনেক লজ্জাকে সঙ্গী করেছে লংকানরা। তাই বিশ্বকাপে একই পরিণতির দিকে এগিয়ে যাওয়া দুই দলের লড়াইটা অন্যরকম মর্যাদা বহন করছে। আজ লংকানদের হারাতে পারলে জয়ের দিক থেকে অন্তত তাদের সমান হবে টাইগারার। পরের ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হলেও কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে দল সে ম্যাচের আগে। তাই এই ম্যাচে জয়টা বড্ড বেশি দরকার।