মেজর লিগ সকারে অল স্টার দলে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন মেসি। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে জেতালেন ইন্টার মায়ামিকে। আক্রমণ আর পাল্টা আক্রমণে উত্তেজনাময় ম্যাচটিতে শেষ দিকে জমে উঠল যেন চূড়ান্ত রোমাঞ্চ। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লিওনেল মেসি দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণভাবে বল দিলেন বক্সের ভেতর লুইস সুয়ারেসকে। তিনিও দুজনের পাশ দিয়ে আবার আলতো করে পাস দিলেন বঙের ভেতর ঢুকে পড়া মেসিকে। আর্জেন্টাইন জাদুকর এবার হালকা টোকায় বল বাড়ালেন গোলমুখে। এগিয়ে এসে শুয়ে পড়ে পা বাড়িয়ে বল জালে পাঠালেন মার্সেলো ভাইগান্ট। গোল করে প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উল্লাসে মেতে উঠলেন মেসি। মেঙিকোর ক্লাব আতলাস এফসির বিপক্ষে ২–১ গোলের রোমাঞ্চকর জয়ে লিগস কাপ শুরু করল ইন্টার মায়ামি। মেসি গোল না পেলেও দলের দুটি গোলই আসে তার সহায়তায়। মায়ামির মাঠে ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।