কথায় আছে শেষ ভাল যার সব ভালো তার। কিন্তু বাংলাদেশ ফুটবল দলের বেলায় সে প্রবাদটা বোধহয় খাটে না। তারপরও শেষটা ভাল করার প্রত্যয় বাংলার ফুটবলারদের। যদিও সেটা এক রকম অসম্ভব। কারণ শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যে শক্তিশালী ওমান। ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এমিয়া কাপের প্রাক বাছাইয়ের ফিরতি লেগের তিনটি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের উপর বেশ প্রত্যাশা ছিল। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটি পয়েন্ট পেলেও যে ভারতের কাছ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার প্রত্যাশা ছিল সে ভারতের কাছেই হারিয়েছে পুরো তিন পয়েন্ট। এখন শেষ ম্যাচে প্রতিপক্ষ ওমান। যে দলটি শক্তির বিচারে যেমন এগিয়ে তেমনি গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান ওমানের। সাত ম্যাচের দুটিতে তারা হেরেছে। দুই ম্যাচই কাতারের বিপক্ষে। পয়েন্ট টেবিলেও আছে কাতারের পর। অন্যদিকে বাংলাদেশের অবস্থান তলানিতে। তারপরও নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দলের চাওয়া আরেকবার পয়েন্টের স্বাদ পাওয়া।
কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে আজ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টায়। প্রথম লেগে ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। কাতার ও আফগানিস্তানের বিপক্ষে ওমানের ম্যাচ দুটি রদখেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা সম্পর্কে জেনে প্রস্তুতি নেওয়ার কথা জানালেন ডিফেন্ডার তপু বর্মন। তিনি বলেন ওমান সম্পর্কে ভালো ধারনা আছে আমাদের। কাতার ও আফগানিস্তানের বিপক্ষে ওদের শেষ দুইটা খেলা দেখেছি। তাদেরকে কিভাবে আমরা আটকাব, তাদের বিপক্ষে কিভাবে আক্রমণ করব, এগুলো নিয়ে অনেক কাজ করেছি। আমার মনে হয় দলীয়ভাবে যদি ভালো পারফর্ম করতে পারি, অবশ্যই তাদের থেকে এক পয়েন্ট নিতে পারব। যেহেতু এটা আমাদের বাছাইয়ের শেষ ম্যাচ তাই সমবাই ভাল করতে চায়। বাছাইয়ে এ পর্যন্ত ১৬ গোল হজম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে দিতে পেরেছে মাত্র তিন গোল। এর মধ্যে একটি ওমানের বিপক্ষে। তপু বলেন ওমানের বিপক্ষে আমাদের যারা খেলবে, তাদের ভালো একটা ধারনা আছে প্রতিপক্ষ সম্পর্কে। এর আগে আমরা যখন ওমানের বিপক্ষে তাদের মাঠে খেলেছি, তখন ৫০ মিনিট গোল খাইনি।
কিন্তু পরে হয়তবা সামান্য ভুলের জন্য গোল খেয়েছি। আমাদের খেলোয়াড়দের গোল করার সামর্থ্য আছে। যদি আমরা সেরাটা খেলতে পারি তাহলে একটি পয়েন্ট পেতেও পারি।