শেষটা জয় দিয়ে রাঙালো ইংল্যান্ড

৯৩ রানে হারলো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারছে কিনা তাই ছিল ইংল্যান্ডপাকিস্তান ম্যাচের মূখ্য বিষয়। আর টসে জিতে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের ব্যাটিং ইনিংস শেষেই জানা হয়ে যায় বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হচ্ছে না পাকিস্তানের। সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য পাকিস্তানকে পেরুতে হতো ৬.৪ ওভারে। অসম্ভব সেই সমীকরণের সামনে দাঁড়িয়ে তাই বিশ্বকাপ মিশনকে গুডবাই বলতে হয়েছে বাবর আজমদের। এরপরের লক্ষ্য ছিল ন্যুনতম জয়।

শেষ ম্যাচে সান্তনার জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চেয়েছিল পাকিস্তান। তাও হয়নি। অন্যদিকে বিশ্বকাপের এবারের আসর একদমই ভালো যায়নি ইংল্যান্ডের। যদিও শেষটা জয় দিয়ে রাঙিয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে তিন ফিফটির পর বল হাতে নৈপুণ্য দেখান ইংলিশ বোলাররা। তাতে সহজেই গুটিয়ে যায় পাকিস্তান। আসরের ৪৪তম ম্যাচে গতকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে ইংল্যান্ড জয় পায় ৯৩ রানে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা করে ৩৩৭ রান। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে যেটি তাদের সর্বোচ্চ স্কোর। রান তাড়ায় খেলতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ৪৩.৩ ওভারেই; ২৪৪ রান করে। বিশ্বকাপের পরেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের ডেভিড উইলি। সে হিসেবে গতকাল ছিল তার শেষ ম্যাচ। আর তিনি সেটা স্মরণীয় করে রাখলেন ম্যাচ সেরা হয়ে। ৫ বলে ১৫ রান এবং ৫৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করেছেন উইলি।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভের মধ্যে আশুলিয়া-সাভারে ১৩০ গার্মেন্ট কারখানা বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে চালু হলো ছাদখোলা ট্যুরিস্ট বাস