শেরে পতেঙ্গা স্মৃতি সংসদের ঈদে মিলাদুন্নবী

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শেরে পতেঙ্গা স্মৃতি সংসদ আয়োজিত মিলাদ মাহফিল গত শুক্রবার মাওলানা নরুল গণি শেরে পতেঙ্গা বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। শেরে পতেঙ্গা স্মৃতি সংসদের উপদেষ্টা হাজী মোহাম্মদ আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নেছারীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর (মাজিআ)।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আল্লামা এ এস এম বোরহান উদ্দীন, বিশেষ বক্তা ছিলেন আবদুল গফুর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মঈনুল হক রাব্বানী, হালিশহর নয়া বাজার শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. সাদ্দাম হোসেন আল কাদেরী। মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রানা মোতালেব, সাধারণ সম্পাদক ফয়সাল, অর্থ সম্পাদক হাসান, প্রধান উপদেষ্টা মো. জিয়াউল হক জিয়া, সামসুল আলম, মো. হাজী আবছার সহ অন্যান্যরা।

পূর্ববর্তী নিবন্ধযাদের ত্যাগে আজকের চট্টগ্রামের আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ছনহরা ইউনিয়ন যুবলীগের সম্মেলন