নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজারে চাঁদাবাাজির দায়ে মো. মানিক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মানিক কুমিল্লা চৌদ্দগ্রামের দুর্গাপুর এলাকার চৌকিদার বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। তিনি বর্তমানে শেরশাহ বাংলাবাজার এলাকার আজম সাহেবের কলোনিতে ভাড়া থাকেন।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, শেরশাহ বাংলাবাজারে হকারের কাছ থেকে চাঁদাবাজির দায়ে মো. মানিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত হকারদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছিল। গ্রেপ্তার মানিক বাংলাবাজার এলাকায় প্রতিদিন অন্তত ৭০ থেকে ৮০টি ভ্যান গাড়ি থেকে ৪০–৫০ টাকা হারে ফুটপাতের বিভিন্ন ব্যবসায়ী থেকে গড়ে ৪ হাজার টাকারও অধিক চাঁদা আদায় করে আসছে। গতকাল রাতে এলাকাটির নবীর হোসেন ভূঁইয়া নামের এক মাছ ব্যবসায়ী উক্ত এলাকায় ভ্যান গাড়িতে করে ব্যবসা করলে এককালীন পাঁচ হাজার টাকা এবং দৈনিক ৫০ টাকা করে চাঁদা দাবি করেন মানিক। নবীর চাঁদা দিতে অপারগতা জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার চেষ্টা করে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগদ ১০৭০ টাকাসহ মানিককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় চারটি মামলা রয়েছে।