শেরশাহ কলোনি ডা. মাজহারুল হক হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

নগরীর শেরশাহ কলোনি ডাঃ মাজহারুল হক হাই স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থীদের মাঝে দেশীয় প্রজাতির ফলদ ও ওষুধি চারা বিতরণ করা হয়। দেশীয় প্রজাতির যে সমস্ত গাছ বিলুপ্তির পথে সে সমস্ত গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়। এতে সংগঠনের স্বেচ্ছাসেবকরা প্রায় তিনশতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন প্রজাতির গাছের উপকারিতা ও যত্ন সম্পর্কে বর্ণনা করে ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন। শিক্ষা প্রতিষ্ঠানে চাপালিশ, কাঁঠাল, জলপাই, আমড়া, আমলকী, হরিতকী, বহেরা, আম, লেবু, জাম্বুরা, সফেদা, শরীফা ইত্যাদি প্রজাতির ৩ শতাদিক গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচির এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোঃ জাহেদুল করিম বাপ্পী সিকদার। অন্যান্যদের মধ্যে সংগঠনের সহকারী সমন্বয়ক কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, সাংবাদিক মুজিব উল্ল্যাহ্‌ তুষার, মোঃ রাব্বি আলম ও বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের সাথে এইচপিএফের ফল উৎসব
পরবর্তী নিবন্ধচীনের করোনা টিকার বিরুদ্ধে গোপন প্রচারণা চালিয়েছিল যুক্তরাষ্ট্র : প্রতিবেদন