নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় দি নাগরিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটিতে পাহাড় কেটে এবং ইমারত নির্মাণ বিধিমালা ও আইন লঙ্ঘন করার দায়ে নির্মাণাধীন অন্তত ১৫টি বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
অভিযানে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের সমস্ত কাগজপত্রাদি যাচাই–বাছাই করে নির্মাণ বিধিমালা ও আইন লঙ্ঘন করায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিডিএ জানায়।
এ সময় উপস্থিত ছিলেন সিডিএ কর্মকর্তা কাজী কাদের নেওয়াজ, চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের কানুনগো মশিউর রহমান, তফসিলদার নুরুল আহসান, পরিবেশ কর্মী মো. শফিকুল ইসলাম খান, মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ খানসহ সিডিএ, চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী ও বায়েজিদ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।