শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি হাটহাজারী শাখার উদ্বোধন আজ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি হাটহাজারী শাখার উদ্বোধন আজ রবিবার বেলা বারোটায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাবের উদ্বোধন করবেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদ পত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। গতকাল শনিবার হাটহাজারী পৌরসভার কাচারি সড়কের এন জহুর শপিং কমপ্লেক্সে ল্যাবের কর্ণধার মোশাররফ হোসেন এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান। উদ্বোধক থাকবেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ।

বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, শেভরন ল্যাবরেটরীর চেয়ারম্যান ডা. ফরিদুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ডা. বিশ্বনাথ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল মো. শাহাদাত হোসেন, ওসি রুহুল আমীন সবুজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান ও পঞ্চগড়ে বিজ্ঞান জাদুঘরের মহাকাশ পর্যবেক্ষণ
পরবর্তী নিবন্ধনুর আহমদ চেয়ারম্যানের জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে হবে