শেঠ প্রপার্টিজের বাণিজ্যিক কমপ্লেক্স বালি আর্কেডের দোকান হস্তান্তর

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা চকবাজার সিরাজদৌল্লা সড়কে শেঠ প্রপার্টিজ কর্তৃক নির্মিত নান্দনিক বাণিজ্যিক কমপ্লেক্স বালি আর্কেডের দোকান হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কমপ্লেক্সটির দ্বিতীয় তলার লবিতে ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রেতাদের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হয়েছে। শেঠ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান শেঠ প্রপার্টিজ লি. এর একটি সিগনেচার প্রকল্প হিসেবে বিশ্বমানের সুবিধা নিয়ে নান্দনিক শৈল্পিকতায় নির্মিত বালি আর্কেড সফলভাবে নির্মাণ সম্পন্ন হওয়ার পর ক্রেতাদের কাছে এটি বুঝিয়ে দেওয়া হয়েছে। শেঠ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপক (কাস্টমার কেয়ার) খায়রুল হাসান জানান, ১১ তলা বিশিষ্ট স্বয়ংসম্পূর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স হিসেবে বালি আর্কেড প্রকল্পটি নির্মিত হয়েছে শহরের প্রাণকেন্দ্রে। এই প্রকল্পে সিনেপ্লেক্স, ফুডকোট, কনভেনশন হলসহ সর্বমোট ২৫৯টি দোকান রয়েছে। বিশ্বমানের আর্কিটেকচারাল ডিজাইনে নির্মিত এই প্রকল্পে রয়েছে ৩০ হাজার স্কয়ার ফিটের দেশের অন্যতম বৃহৎ এমিউজমেন্ট পার্ক, ৩টি সিনেপ্লেঙ, আন্তর্জাতিক পৃথক পৃথক কুইজিন বেইস ফুডকোট, যেখানে একই সাথে ৩৫০ জন বসার সুব্যবস্থা রয়েছে। পৃথক ফ্লোরে রয়েছে স্বতন্ত্র লেডিস জোন, যেখানে ক্রেতা বিক্রেতা সকলেই থাকবেন নারী। এছাড়া রয়েছে বিভিন্ন ব্র্যান্ডশপ সম্বলিত মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, কসমেটিক জোন, জেন্টস ব্র্যান্ডশপ, লাইফস্টাইল, পার্লারসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিষ্ঠান এখানে তাদের শো-রুম চালু করছে। ১১ তলার পুরো বালি আর্কেড ফ্রি ওয়াইফাই এর আওতাভুক্ত থাকবে সার্বক্ষণিক। বিজ্ঞাপন প্রদর্শনসহ বিভিন্ন ভিডিও কনটেন্ট প্রদর্শনের জন্য রাখা হয়েছে ৯৫০ স্কয়ার ফিটের জায়ান্ট সিনে স্ক্রিন। তিনি আরো বলেন, শেঠ প্রপার্টিজ চট্টগ্রাম নগরের সৌন্দর্য বৃদ্ধির বিষয়টি ধারণ করে একটি নান্দনিক নগর গড়ে তুলতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানের বিলাসবহুল শৈলীতে নির্মাণ করেছে ‘বালি আর্কেড’। সফল নির্মাণের পর নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের ক্রেতাদের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছে শেঠ প্রপার্টিজ লিমিটেড। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে মাসব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র