রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে যুবলীগ আয়োজিত এক শান্তি মিছিলে যোগ দিয়ে বলেছেন, কোনো শক্তি শেখ হাসিনা সরকারের অগ্রযাত্রা রোধ করতে পারবে না। এবারও শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। অপর দিকে যুবলীগের সমাবেশে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটি সংসদীয় আসনের এমপি দীপঙ্কর তালুকদার বলেছেন, বিএনপির নীতি হচ্ছে স্রোতের উল্টো দিকে চলা, তাদের সবসময় দৃষ্টি থাকে পাকিস্তানের দিকে। তারা স্বপ্ন দেখে পাকিস্তান। সেদেশে বৃষ্টি হলে তারা এদেশে ছাতা খুলে বসে। তিনি বলেন, যখন দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন অনুভব করেছিল তখন তারা উল্টো পথে হেঁটেছিল। এখন দেশের মানুষ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংবিধান অনুসারে নির্বাচনের পক্ষে রয়েছে। আগে যে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতায় নেমেছিল বিএনপি, সেই দলটি এখন জনমতের বিপরীতে গিয়ে সংবিধান না মেনে বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।
গতকাল রাউজান সরকারি কলেজ মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ফারাজ করিম চৌধুরী বলেন, ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পক্ষে সাহসিকতার সাথে শক্ত অবস্থান নিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই অবস্থান থেকে আবারও প্রমাণিত হয়েছে তিনি মানবতার মা।
উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসানের সঞ্চালনায় সমাবেশের প্রধান বক্তা ছিলেন ফারাজ করিম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেল, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল। মঞ্চে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, কামরুল হাসান বাহাদুর, শাহজান ইকবাল, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমদ, সাহাবুদ্দিন আরিফ, রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন, আজাদ সোহেন, সুমন দে, মফজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম, সারজু মোহাম্মদ নাছের, আজম রাশেদ, জিয়াউল হক রোকন, সৈয়দ সাজেদুল করিম প্রমুখ।