শেখ হাসিনা-শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের, স্বপ্ন প্রধানমন্ত্রীর

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গতকাল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে জোহানেসবার্গের স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক শুরু হয়। বিশ্ব অর্থনীতির একচতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকস এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার জোহানেসবার্গে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও বাংলাদেশের সরকার প্রধানের এই বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ চার বছর পর তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হল। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমাদের অব্যাহত চাপের মধ্যে এ দুই নেতার বৈঠক একটি বার্তা দেবে বলেই বিশ্লেষকদের ধারণা। খবর বাসস ও বিডিনিউজের।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর কন্যা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিয়োম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল জোহানেসবার্গে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক একটি রোড শো’র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী র‌্যাডিসন হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ‘আমার একটি স্বপ্ন আছে, যা বাংলাদেশের ১৭ কোটি মানুষেরও স্বপ্ন, আর তা হলো, ২০৪১ সালের মধ্যে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং একটি সম্পূর্ণ উন্নত স্মার্ট জাতিতে পরিণত করা।’ এই স্বপ্ন পূরণে আওয়ামী লীগ সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে জানিয়ে বাংলাদেশে তথ্য প্রযুক্তি, অবকাঠামো, বস্ত্র ও পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশের অর্থনীতির আকার এখন ৫০০ বিলিয়ন ডলারের মতো।

আজ ২৪ আগস্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ফ্রেন্ডস অফ ব্রিকস লিডারস ডায়ালগে (ব্রিকসআফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়লগ) ‘ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধফেরিতে একের পর এক ধাক্কা, বাল্কহেড জব্দ
পরবর্তী নিবন্ধনগরে হবে পাঁচটি ভূ-গর্ভস্থ বর্জ্য সংরক্ষণাগার