শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই দেশে সমপ্রীতির বন্ধন অটুট থাকে

চান্দগাঁওয়ে কঠিন চীবর দানোৎসবে এমপি নোমান

| শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে গতকাল শুক্রবার কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

এ সময় নোমান আল মাহমুদ বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে। এখানে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করে। বর্তমান আওয়ামী লীগ সরকার একটানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকায় সামপ্রদায়িক সমপ্রীতিতে ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই কেবল দেশে সমপ্রীতির বন্ধন অটুট থাকে। শেখ হাসিনার সরকার সব ধর্মের কল্যাণে সমানভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের এমন কোনো এলাকা নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।এতে বাংলাদেশ বৌদ্ধ মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথেরো সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো। বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা (যুব) সভাপতি অধ্যাপক ড. উপানন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুগ্ম মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথেরো, মোহাম্মদ ঈসা, অধ্যাপক বনশ্রী মহাথেরো, রতন শ্রী ভিক্ষু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনেতা-কর্মীরা জানমাল রক্ষায় নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে
পরবর্তী নিবন্ধনির্বাচনকালীন রেড ক্রিসেন্টের ফ্রি অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসেবা